Last Update

Wednesday, September 23, 2015

ভারতের সেরা বন্ধু হতে চায় যুক্তরাষ্ট্র

জো বাইডেন
যুক্তরাষ্ট্র ভারতের ‘সবচেয়ে ভালো বন্ধু’ হতে চায় বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার ওয়াশিংটনে ভারত ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের এক সভায় তিনি এ কথা বলেন। খবর দ্য হিন্দুর। ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের (ইউএসআইবিসি) ৪০ বছর পূর্তি উপলক্ষে ওয়াশিংটনে আয়োজিত সভায় জো বাইডেন বলেন, ‘প্রেসিডেন্ট, আমি এবং পুরো মার্কিন প্রশাসন মনে করে, ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক এমন একটি সম্পর্ক হবে, যা একবিংশ শতাব্দীকে সংজ্ঞায়িত করতে বড় ভূমিকা রাখবে।’ মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের প্রচুর সুযোগ রয়েছে, কিন্তু আরও বেশি সংস্কারের প্রয়োজন। 
এ সময় নোবেলজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাক্য চয়ন করে ‘একসঙ্গে সাগর পাড়ি’ দেওয়ার আহ্বান জানান জো বাইডেন। যুক্তরাষ্ট্র ও ভারতের প্রথম কৌশলগত ও বাণিজ্যিক সংলাপের আগের দিন ওয়াশিংটনে শীর্ষ ব্যবসায়ীদের সভাটি হয়। গত বছর মোদি-ওবামা শীর্ষ বৈঠকে এ সংলাপ চালু করার সিদ্ধান্ত হয়। গতকাল এ সংলাপ শেষে একটি যৌথ বিবৃতি প্রকাশ হওয়ার কথা। আগামী সপ্তাহে অনুষ্ঠেয় ওবামা-মোদি শীর্ষ বৈঠকের প্রাক্কালে এ সংলাপ হচ্ছে। জাতিসংঘ সাধারণ পরিষদের সভার পাশাপাশি বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউএসআইবিসির সোমবারের সভায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং দুই দেশের প্রায় চার শ ব্যবসায়ী নেতা অংশ নেন।

Post a Comment

 
Back To Top