Last Update

Sunday, November 8, 2015

অপেক্ষায় আইরিন

র‌্যাম্প মডেলিং থেকে টিভি পর্দায় এসে একাধিক বিজ্ঞাপনের মাধ্যমে দর্শকের নজর কাড়েন আইরিন। এরপর চলচ্চিত্রে পাড়ি জমিয়ে টানা কাজ করছেন তিনি। বর্তমানে দুটি ছবির মুক্তির অপেক্ষায় রয়েছেন এ অভিনেত্রী। এর মধ্যে রয়েছে ‘এই তুমি সেই তুমি’, ‘টার্গেট’ ছবিগুলো। আইরিন অভিনীত ও মুক্তি পাওয়া ছবিগুলো হল ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘ইউটার্ন’, ‘টাইম মেশিন’ ও ‘ছেলেটি আবোল-তাবোল মেয়েটি পাগল পাগল’।
আইরিনের মুক্তিপ্রাপ্ত ছবিগুলো থেকে এখনও সাড়া জাগাতে না পারলেও অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছেন আইরিন। নিজেকে চলচ্চিত্র জগতে শক্ত অবস্থানে দেখতে চাওয়ার লক্ষ্যে মুক্তি প্রতীক্ষিত ছবিগুলোতে সেভাবেই প্রস্তুত হয়ে আসছেন তিনি। আইরিন বলেন, ‘আমি সবসময় চেষ্টা করি ভালো কাজ দিয়ে দর্শকের হৃদয়ে অবস্থান করার। সেটা অব্যাহত থাকবে। মুক্তির অপেক্ষায় যে ছবিগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি বেশ আশাবাদী। এদিকে কিছুদিন আগে আইরিন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন। এটি একটি সেভিং ফোমের বিজ্ঞাপন ছিল বলে জানান তিনি।

Post a Comment

 
Back To Top