Last Update

Tuesday, December 1, 2015

জাপানে সবচেয়ে বড় মসজিদ উদ্বোধন

জাপানে সবচেয়ে বড় মসজিদের উদ্বোধন করা হয়েছে। দেশটির নাগোয়া শহরের কাছে নির্মিত নতুন এ মসজিদের উদ্বোধন করা হয়। আর এর মধ্য দিয়ে পূর্ব এশিয়ার এ দেশটির সঙ্গে ইসলাম ধর্মের নতুন অধ্যায়ের সূচনা হল। আল জাজিরার এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে। ‘বায়েত-উল আহাদ’ নামে এ মসজিদটি তৈরি করা হয়েছে বেশ রাজকীয় নির্মাণশৈলীতে। এর মূল ভবনে একসঙ্গে ৫০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। ১৯৩৫ সালে জাপানে কোব মুসলিম মসজিদ নামে প্রথম একটি মসজিদ স্থাপিত হয়। এছাড়া দেশটির যেসব অঞ্চলে মুসলমানরা বাস করেন,
সেখানে ছোট ছোট মসজিদ স্থাপিত হয়েছে যেগুলো বেশির ভাগই মুসলমানদের কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহৃত হয়। ১৯৩৫ সালেই জাপানে আসেন আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের লোকজন। তবে এবারই প্রথম তারা নিজেদের জন্য নিজ অর্থায়নে একটি মসজিদ নির্মাণ করতে সক্ষম হলেন। জাপানের সবচেয়ে বড় এ মসজিদটির উদ্বোধনী দিনে জাপানের রাজনৈতিক নেতা, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা আহমদিয়া সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন। আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বের দুই কোটি আহমদিয়া মানুষের সর্বোচ্চ নেতা খলিফা মির্জা মাসরুর আহমাদ।

Post a Comment

 
Back To Top