Last Update

Wednesday, October 26, 2016

নার্সকে চুমু দিলেন ওবামা

ইবোলা রোগীকে সেবা দিয়ে সুস্থ করায় এক নার্সকে চুমু দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার হোয়াইট হাউসে ডেকে নিয়ে অভিনন্দন জানানোর সময় ওই নার্সকে জড়িয়ে ধরেন তিনি। এসময় সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করলেও কয়েকজন ফটোগ্রাফারকে ঢোকার অনুমতি দেয়া হয়েছিল।
শনিবার আইএএনএস প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২৬ বছর বয়সী নিনা ফামের সঙ্গে ওভাল অভিসে সাক্ষাৎ করেন ওবামা। লাইবেরিয়ার এক ইবোলা রোগীকে চিকিৎসা দিয়ে সারিয়ে তুলেছেন ফাম। যুক্তরাষ্ট্রের প্রথম ব্যক্তি হিসেবে এই সফলতা পেয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের ডালাস হাসপাতালে চিকিৎসা হয় ইবোলা রোগীর। সেখানে নার্স হিসেবে দায়িত্ব পালন করেন ফাম। শুক্রবার সকালে ওই রোগীকে ছাড়পত্র দেয়া হয়। হোয়াইট হাউস মুখপাত্র জোস আর্নেস্ট বলেন, ফামকে বারাক ওবামার কাছে যাওয়ার জন্য কোনো চেকপয়েন্টের মুখোমুখি হতে হয়নি। তবে এর আগে পাঁচটি মেডিকেল সার্টিফিকেট জমা নেয়া হয়েছিল।

Post a Comment

 
Back To Top