Last Update

Tuesday, October 4, 2016

অবশেষে স্বীকারোক্তি

সোনম কাপুর
প্রেম নিয়ে কখনই প্রকাশ্যে মুখ খোলেননি বলিউড তারকা সোনম কাপুর। গোপনে ঘটলেও তার সঙ্গে যে আনন্দ আহুজার প্রেমের সম্পর্ক রয়েছে সেটা কারও অজানা ছিল না। তবে বিষয়টি এতদিন অস্বীকার করেছিলেন তিনি। কিন্তু শেষতক আর পারেননি। লন্ডনে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গিয়েই ঘটে যত বিপত্তি। ওখানে তাদের প্রকাশ্যেই আবিষ্কার করেছেন অনেকে। আর বিষয়টি নিয়ে সোশ্যাল মাধ্যমেও শোরগোল শুরু হয়েছে। আর সেটাকেই সামনে নিয়ে এলেন আনন্দ। খুব এক্সাইটেড হয়ে সোশ্যাল মাধ্যমে সোনমের সঙ্গে তার প্রেমের বিষয়টি প্রকাশ করে দিলেন।
সম্প্রতি ইনস্টাগ্রামে তারও সোনমের এক বৃষ্টিভেজা মুহূর্তের ছবি পোস্ট করেছেন আনন্দ। আর তাতেই বের হয়ে গেল আড়ালে রাখা সম্পর্কের রহস্য। এরপর আর যায় কোথায়। এ বিষয়ে সোনমকে প্রশ্ন করা হলে মুচকি হাসি দিয়েই এড়িয়ে গেলেন। এবার অবশ্য আর আগের মতো অস্বীকার করেননি। তার মৌনতাকেই স্বীকারোক্তি ধরে নিয়ে শুরু হয়েছে নতুন গল্প। এ বিষয়ে আনন্দ কিন্তু মুখ খুলেছেন। বলেছেন, সোনমের সঙ্গে তার বন্ধুত্বের চেয়েও বেশি কিছু আছে। তবে আনন্দ যে ছবিটি পোস্ট করেছেন সেটার সঙ্গে কিছুদিন আগে সোনমের পোস্ট করা পদগুলের একটি ছবির সঙ্গে মিল রয়েছে। আর সেখান থেকেই রহস্যের জট খুলতে শুরু হয়েছে।

Post a Comment

 
Back To Top