Last Update

Wednesday, April 19, 2017

আজানে আছে একটা স্বর্গীয় সৌন্দর্য : প্রিয়াঙ্কা

আজান নিয়ে ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সনু নিগামের বিতর্কিত মন্তব্যের সমালোচনা এখন তুঙ্গে। এরই মাঝে আলোচনায় এসেছে বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার আজান নিয়ে একটি মন্তব্য, যেখানে তিনি আজান ও আজানের ধ্বনির প্রশংসা করেছেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে প্রিয়াঙ্কা বলেন, ‘প্রতি সন্ধ্যায় আমি আজানের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করি। কোনো দিনই আমি আজান না শুনে থাকতে পারি না। কারণ আজানে আছে একটা স্বর্গীয় সৌন্দর্য।’ সনু নিগম সোমবার আজানের শব্দ নিয়ে বিরক্তি প্রকাশ করে টুইট করেন। তবে এরপর থেকেই সনু নিগম সমালোচনার মুখোমুখি হচ্ছেন। তার এ মন্তব্য নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বলিউডের একাধিক তারকা। সম্প্রতি ভুপালে তিনি গিয়েছিলেন একটি ছবির শুটিং করতে। সেখানকার অভিজ্ঞতার কথা তুলে ধরতে গিয়ে প্রিয়াংকা বলেন, ‘ভুপালে সবচেয়ে আনন্দের সময়টা আমার কাছে ছিল আজানের সময়। যেটার জন্য আমি আগ্রহ নিয়ে অপেক্ষা করি। সন্ধ্যায় আমি বারান্দায় বসি। কাজ শেষ হয়ে যায়। পুরো ভুপালে সব মসজিদ থেকে আজানের সুর আসে।
আমার বারান্দা থেকে ছয়টি মসজিদ থেকে আজান শোনা যায়। ওই পাঁচ মিনিট আমার কাছে খুব ভালো লাগে। সূর্য ডুবতে থাকে। তখন আজানের সুর ভেসে আসে। তখন বেশ শান্তির একটা পরিবেশ তৈরি হয়। ওইটাই আমার দিনের সবচেয়ে প্রিয় সময়।’ ২০০০ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা জিতেন প্রিয়াংকা চোপড়া। এরপর থেকেই বলিউডের শীর্ষে আছেন ওই বিশ্ব সুন্দরী। তবে এখন কেবল বলিউড নয়, হলিউডেও ছড়িয়ে পড়েছে প্রিয়াংকার জনপ্রিয়তা। উল্লেখ্য, সোমবার ভোর বেলায় আজানের শব্দে ঘুম ভেঙে যাওয়ার অভিযোগ করে সনু নিগম টুইটারে একের পর এক মন্তব্য পোস্ট করতে থাকেন। সেখানে তিনি লেখেন: ‘আমি মুসলিম না। তাহলে কেন আজানের শব্দে আমার ঘুম ভাঙানো হবে?’ এরপর তিনি মসজিদে মাইক ব্যবহারের বিরুদ্ধেও কিছু মন্তব্য করে একে ‘ধর্মবোধ জোর করে চাপিয়ে দেয়া’ বলে বর্ণনা করেন।

Post a Comment

 
Back To Top