Last Update

Tuesday, April 18, 2017

বগুড়ায় ট্রাকচাপায় কনস্টেবল নিহত

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় শাহ আলম নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৫টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। শাহ আলম মোকামতলা পুরনো পুলিশ তদন্ত কেন্দ্রের গাড়ির চালক ছিলেন। তার বাড়ি নওগাঁ জেলায়।
শিবগঞ্জ থানার ওসি শাহিদ মাহমুদ জানান, ভোরে দায়িত্ব শেষে গাড়িটি পুলিশ তদন্ত কেন্দ্রে রেখে শাহ আলম মোকামতলার ভাড়া বাসায় ফিরছিলেন। সড়ক পার হওয়ার সময় রংপুর থেকে ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শাহ আলমের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ঘাতক ট্রাকটির চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানান ওসি।

Post a Comment

 
Back To Top