Last Update

Tuesday, April 18, 2017

ইউটিউবে হাবিব মিথিলার মিউজিক ভিডিও ঘুম

মিউজিক ভিডিওর মডেল হিসেবে মিথিলাকে বলা যায় দেখাই যায় না। ১৩ বছর আগে হাবিবের ‘ময়না গো’ গানে মডেল হিসেবে কাজ করতে দেখা গিয়েছিল। এরপর আর তাকে মিউজিক ভিডিওর মডেল হিসেবে দেখা যায়নি। মিথিলার ইচ্ছে ছিল চলচ্চিত্রে অভিনয়ের। কিন্তু ব্যাটে বলে কোনোভাবেই মিলছিল না চলচ্চিত্রে অভিনয়ের। গল্প, চরিত্র, প্রযোজনা সংস্থা, পরিচালক সবমিলিয়ে এতদিনে ব্যাটে-বলে হয়নি বলেই মিথিলাকে চলচ্চিত্রে দেখা যায়নি। কিন্তু চলচ্চিত্রের গানের আবহেই হাবিবের ‘ঘুম’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হবে, আর এ বিষয়টি যখন মিথিলাকে জানানো হয় এবং একটি মিউজিক ভিডিওটির একটি ডামি দেখানো হয় মিথিলা তা দেখে বেশ আগ্রহী হয়ে ওঠেন। আর এর পরপরই তানিম রহমান অংশু কক্সবাজারের মনোরম লোকেশনে নির্মাণ করেন হাবিব ও মিথিলাকে নিয়ে ‘ঘুম’র মিউজিক ভিডিও। নির্মাণ শেষে নিজের কাজ দেখে তৃপ্ত মিথিলা।
মিথিলা বলেন, ‘যেহেতু চলচ্চিত্রে এখনো আমার কাজ করা হয়ে ওঠেনি, তাই ঘুমের মিউজিক ভিডিওতে কাজ করে দেখলাম কেমন হয়। খুবই ভালোলেগেছে কাজটি করে। অংশু সব সময়ই ভালো কাজ করেন। ঘুম মিউজিক ভিডিওটি অসাধারণ বানিয়েছেন তিনি। আমি ও হাবিব দুইজনই মনোযোগ দিয়েই অভিনয় করেছি। দর্শক এই মিউজিক ভিডিওতে নতুন কিছু দেখতে পাবেন।’ গানটি প্রসঙ্গে হাবিব ওয়াহিদ বলেন,‘ ঘুম গানটির কথা লিখেছেন সুহৃদ সুফিয়ান। প্রথম তার লেখা গান সুর-সঙ্গীত করলাম এবং গাইলামও। মিথিলা নিঃসন্দেহে খুব ভালো একজন অভিনেত্রী। তার থিয়েটার ব্যাকগ্রাউন্ডও আছে। যে কারণে তার চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। আর আমি চেষ্টা করেছি, সেই চেষ্টা কতটা ভালো হলো তা দর্শকই ভালো বলতে পারবেন। তবে একটি কথা না বললেই নয়, তা হলো হঠাৎ করে দর্শক ঘুম গানটি দেখলে মনে করতেই পারেন যে তিনি ফিল্মের কোন গান দেখছেন। ’
ছবি : মিথিলার সৌজন্যে

Post a Comment

 
Back To Top