Last Update

Monday, June 5, 2017

ওয়ার্নও ভারতের কোচ হতে চান, তবে...

ভারতের কোচ নিয়োগ নিয়ে বিতর্ক চলছেই। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার টম মুডির পরীক্ষা কীভাবে নেবেন হায়দরাবাদের মেন্টর ভি ভি এস লক্ষ্মণ, এটা তো স্বার্থের সঙ্ঘাতের মধ্যেই আটকে যাবে। এমন নানা বিতর্কের জেরে যখন কোচ নিয়োগের ব্যাপারকে ঘিরে প্রতিদিনই নিত্যনতুন বিতর্কের ঢেউ আছড়ে পড়ছে, তখন শেন ওয়ার্ন জানালেন তার আগ্রহের কথা। তিনি বলেন, ‘‌হ্যাঁ, আমি ভারতের কোচ হতে পারি। আগ্রহ আছে। কিন্তু বিনিময়ে আমি যে টাকা দাবি করব, তা ভারতীয় বোর্ড দিতে পারবে না। আই অ্যাম এক্সপেনসিভ। দল হিসেবে এখন ভারত খুবই শক্তিশালী। অধিনায়ক বিরাট কোহলির সাথে আমার জুটিটা জমবে ভালো।’‌

Post a Comment

 
Back To Top