Last Update

Monday, June 5, 2017

ঈদে মেহজাবিনের ‘পরিণতি’

নাটকের জনপ্রিয় তারকা মেহজাবিন। সারা বছর বেছে বেছে গুটি কয়েক নাটকে কাজ করতে দেখা যায় তাকে। ঈদের আগে একাধিক নাটকে কাজ করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এবার ঈদের একটি একঘণ্টার নাটকে দেখা যাবে তাকে। নির্মাতা ইমরাউল রাফাতের ‘পরিণতি’ নামের এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন তাহসান খান। নাটকে তৃণা চরিত্রে মেহজাবিন ও জিয়াদ চরিত্রে তাহসান অভিনয় করেছেন। নাটকের গল্পে দেখা যাবে, তৃণা ও জিয়াদের ভালোবাসার সম্পর্ক থাকে।
এরপর পারিবারিক সম্মতিতে তাদের বিয়ে হয়। সুখে সংসার করতে থাকে তারা। একসময় সুখের সংসার আর সুখের থাকে না। জিয়াদের বড় একটা অসুখ হয়। জীবন থেকে সে সব স্মৃতি ভুলে যেতে শুরু করে। এ প্রসঙ্গে মেহজাবিন বলেন, ‘নাটকের গল্পে টুইস্ট রয়েছে। কিছুটা সিনেমাটিক ফ্লেভার পাবেন দর্শকরা।’ এতে তাহসান মিথিলা ছাড়াও আরও অভিনয় করছেন ওমর, ফাখরুল বাশার মাসুম, রেজাউল আমিন সুজন ও রানি হাবিবা। নাটকটি আসছে ঈদে বাংলাভিশনের ঈদের অনুষ্ঠান মালায় প্রচার হবে।

Post a Comment

 
Back To Top